ডেস্ক রিপোর্ট :: ১৩ পুলিশ সহ ২৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ওদিকে সিরাজগঞ্জে দিনভর সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এরমধ্যে সিরাজগঞ্জ সদরে ৩ জন, রায়গঞ্জে ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটনসহ ৬ জন ও শাহাদাতপুরে একজন রয়েছেন।