ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (৪ আগস্ট) বিকাল ৩টায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, রোববার বিকাল ৩টার দিকে জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শহরে প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গেলে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা আরও জানান, গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেটে পাঠানো হয়েছে। আহতদের অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।