আজ, , ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রাম নগরীর চশমা হিল এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি অংশ এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রাহুল দাস জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতর মিশে থাকা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, ৭০/৮০ জনের একটি দল মন্ত্রীর চশমা হিলস্থ বাড়ির গেটে গিয়ে গেট ভেঙে বাড়িতে ঢুকে এবং বাড়ির ভেতর থাকা দুইটি গাড়ি ভাঙচুর ও মন্ত্রীর ব্যবহৃত গাড়িতে আগুন দেয়।

এ ঘটনাকে জঘন্য ও নজিরবিহীন মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রামে কোন রাজনৈতিক নেতার বাড়িতে এ ধরণের হামলার অতীত কোন রেকর্ড নেই।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তারেক আজিজ এ ধরনের ঘটনার খবর শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

জানা যায়, শনিবার দিনভর নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। বিকেলে সেখান থেকে তারা মিছিল নিয়ে লালখান বাজার, ওয়াসা, জিইসি হয়ে দুই নম্বর গেট যায়। সেখান থেকে আন্দোলনকারীদের একটি অংশ চশমা হিলস্থ শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে এ হামলার ঘটনা ঘটায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ