আজ, , ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





বিশ্বনাথে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন আরও ৫ শতাধিক ব্যক্তি। মঙ্গলবার (২০ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বার্ড’র সার্বিক সহযোগিতায় ও ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘৬ষ্ঠ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’র মাধ্যমে দৌলতপুর ইউনিয়নের অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন। ক্যাম্পে বিনামূল্যে সেবা গ্রহণকারী ৫ শতাধিক ব্যক্তির মধ্যে ৩৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং বাকিদের মধ্যে বিনামূল্যে চশমা প্রদান ও ঔষধ প্রদান করা হয়। ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, ইসি মেম্বার হানিফ আহমদ খান, ট্রাস্টি শেখ কদর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন- ট্রাস্টের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ওয়াসে এবং শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি জুনাব আলী, বেলাল আহমদ, রজব আলী রাজু, আনোয়ার হোসেন। এসময় অনুষ্ঠানের ট্রাস্টের বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ‘দেশমাতৃকার টানেই প্রবাসীরা নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আর তাই জনকল্যাণকর ওই কাজগুলো যাতে প্রবাসীরা আগামী দিনগুলোতেও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারেন সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। ২০১০ সালে মানসেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত ট্রাস্টটি দেশের শিক্ষাসহ আর্তমানবতার সেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ