ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে মাদক মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামী গ্রেফতার করছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান, এসআই শাহ আলম, এসআই হামিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে) রাত দুইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের মোঃ সাদু মিয়ার ছেলে মাদক মামলার পলাতক আসামী মোঃ শাহিবুর রহমান (২০), উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লাহর ছেলে মাদক মামলার পলাতক আসামী সমসু মিয়া- রাজা মিয়া (৪০)। আসামীদেরকে আজ বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।