নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘ বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, সহকারী পরিচালক একে এম আযাদ ভুইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উসমানীনগর সমাজসেবা অফিসার জয়তী দত্ত। সেমিনারে আরও বক্তব্য রাখেন- পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান ও থানার সেকেন্ড অফিসার এসআই নোবেল সরকার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শান্তিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার
২১ মে ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন|
পোস্টটি ১১৯ বার পড়া হয়েছে






