আজ, , ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেট মদন মোহন সরকারি কলেজ হিসাব বিজ্ঞান ক্লাব’র ঈদ পূণর্মিলনী «» ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই : বন্ধুসহ গ্রেফতার ২ «» ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে স্বস্তির পরিবেশ ফিরেছে «» মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা «» কোচিংয়ে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিললো খালে «» দিরাইয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভা «» পুলিশের কাছে ভারি ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা «» নববধূর সাজপোশাক পছন্দ না হওয়ায় বরপক্ষকে পিটুনি «» দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা «» প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের





শিমুলবাকের কাজী রফিকুলের ছেলে রুকনুল ইসলাম আর নেই জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী মাওলানা রফিকুল ইসলাম’র ২য় ছেলে সিলেটের সৎপুর কামিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী হাফিজ রুকনুল ইসলাম (২১) গত সোমবার দিবাগত রাত আড়াইটায় সিলেট পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে পিতা-মাতা, ২ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বিকাল ২ টায় নিজের জন্ম স্থান শিমুলবাক গ্রামে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাহার দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলন মৃতের আপন দাদা প্রবীন মুরুব্বী হাজী সুন্দর আলী, আপন চাচা সুনামগঞ্জ দ্বীনি সিনয়র মডেল ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, মো. দ্বীন ইসলাম, খাইরুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদ্রসা সিচনীর প্রধান শিক্ষক হাফিজ শাহ জাহান, পাবেল আহমদ এনাম, তাঁর শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর কামিল মাদ্রসার শিক্ষার্থীরা সহ এলাকার মুসল্লীয়ানে কেরাম প্রমূখ। শোক প্রকাশ: হাফিজ রুকনুল ইসলাম এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও ছবরে জামিল এবং তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেছেন জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতি ও শান্তিগঞ্জ উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা হলেন- সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী আবু নুর মো. নুরুল আজিজ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলী, সহ সভাপতি কাজী মো. নুরুল হক, অর্থ সম্পাদক কাজী মাওলানা আব্দুল আলী, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওলানা মফিদুর রহমান প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ