ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে জগন্নাথপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ সাহবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হামজা আহমদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামিনূর আহমদ, জুবায়েল আহমদ, মারজান হোসেন, সদস্য সাকিল আহমদ, আবুল হাসান, হেলাল আহমদ, ডিগ্রি শাখার সভাপতি জাকারিয়া আহমদ, নাঈম হোসেন, সাখাওয়াত হোসেন, ইব্রাহীম, তারেক আহমদ, তাহমিদ শাহরিয়ার, জাকির হোসেন, সৈয়দ রাহুল আহমদ, ফয়জুন্নুর, সৈয়দ নাহিদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।