আজ, , ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দুল ইসলাম নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে মেঘারকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে সৈয়দুল ইসলাম (২৪)-এর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সৈয়দুল ইসলাম শুক্রবার সকাল ১০টার দিকে ঘাস কাটার জন্য বের হয়ে রৌয়াইল গ্রামে আসে। বিকেলে রৌয়াইল গ্রামের ফসলি জমিতে যুবকের গলা কাটা লাশ দেখতে পান স্থানীয়রা। যুবকের গলা কাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের গলা কাটা লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে রক্তমাখা কাচিও উদ্ধার করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ