০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লোভে মত্ত জীবনে গন্ডগোল

  • Update Time : ০২:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":9870,"total_drawing_time":749,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":8},"photos_added":1}

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

সব গরীবরা অভাবী,
সব গরীবরা অসৎ না।

সব ধনীরা ধনী,
সব ধনীরা সৎ না।

সব শিক্ষিত শিক্ষিত ঠিক,
সব শিক্ষিত মানুষ না।

সব ডাক্তার ডাক্তার ঠিক,
সব ডাক্তার মানবিক না।

সব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ঠিক,
সব ইঞ্জিনিয়ার একই রকম না।

সব নেতা নেতা হয় না,
সব নেতার আদর্শ এক না।

সব চোর নাহি হয় চোর,
সব চোর করে পেটের দায় ঘুর ঘুর।

সব উচ্চ পদস্থ মানুষ গাড়ী বাড়ীর জন্য বেহুশ,
সব উচ্চ পদস্থ মানুষ অধিক সম্পদের পাহাড় গড়তে খায় ঘুষ।

সব মানুষ আহারে মানুষের নাই হুশ,
সব মানুষ মানুষের ক্ষমতার দাপট থাকেনা যখন হয় বেহুশ।

সব মানুষ মানুষ ইহকাল ও পরকাল পায় কর্মের ফল,
সব মানুষ মানুষ দুনিয়ার মোহে পড়ে ভুলে যায় পরকাল,
সব মানুষ মানুষের জীবন বরবাদ লোভে মত্ত জীবনে গন্ডগোল।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

লোভে মত্ত জীবনে গন্ডগোল

Update Time : ০২:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

সব গরীবরা অভাবী,
সব গরীবরা অসৎ না।

সব ধনীরা ধনী,
সব ধনীরা সৎ না।

সব শিক্ষিত শিক্ষিত ঠিক,
সব শিক্ষিত মানুষ না।

সব ডাক্তার ডাক্তার ঠিক,
সব ডাক্তার মানবিক না।

সব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ঠিক,
সব ইঞ্জিনিয়ার একই রকম না।

সব নেতা নেতা হয় না,
সব নেতার আদর্শ এক না।

সব চোর নাহি হয় চোর,
সব চোর করে পেটের দায় ঘুর ঘুর।

সব উচ্চ পদস্থ মানুষ গাড়ী বাড়ীর জন্য বেহুশ,
সব উচ্চ পদস্থ মানুষ অধিক সম্পদের পাহাড় গড়তে খায় ঘুষ।

সব মানুষ আহারে মানুষের নাই হুশ,
সব মানুষ মানুষের ক্ষমতার দাপট থাকেনা যখন হয় বেহুশ।

সব মানুষ মানুষ ইহকাল ও পরকাল পায় কর্মের ফল,
সব মানুষ মানুষ দুনিয়ার মোহে পড়ে ভুলে যায় পরকাল,
সব মানুষ মানুষের জীবন বরবাদ লোভে মত্ত জীবনে গন্ডগোল।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ