আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





ইউপি সদস্যসহ গ্রেফতার- ৩

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের টাকা উত্তোলনে ভয় ভীতি দেখিয়ে উপকার ভোগির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ।

 

বুধবার ভোর রাতে থানার এসআই দ্বীন মোহাম্মদ নোয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য বাবুল চন্দ্র র‌্যালি (৬০) তার ছেলে লিটন র‌্যালি (২৫) ও ৬ নং ওয়ার্ডের সদস্য দুলাল চন্দ্র ঘোষ (৪৮)কে গ্রেফতার করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, “নোয়াপাড়া চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ অনুদানের ৫ হাজার টাকা উত্তোলন করতে প্রত্যেক শ্রমিক থেকে ভয়ভীতি দেখিয়ে ৫ শত টাকা করে সদস্য বাবুল ও দুলালসহ ২০/২৫জন চাঁদা আদায় করে আসছিল। ভুক্তভোগীদের পক্ষে অভি বোনার্জি নামে এক চা-শ্রমিক মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”

এ ব্যাপারে নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল বলেন, ‘আমি শুনেছি তারা চা শ্রমিকদের কাছ থেকে প্রতি টোকেন বাব্য ৫ শত টাকা আদায় করতেন। এটা নিন্দনীয় কাজ।’

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী বলেন, ‘মাধবপুর উপজেলা ৫টি চা বাগানের ৬ হাজার লোকের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দের টাকা আসে। ওই টাকা ইউ/পি সদস্যদের প্রত্যয়নের মাধ্যমে ব্যাংক এশিয়া থেকে সরাসরি উপকার ভোগিরা উত্তোলন করে থাকেন।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ