আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





কতই থাকবে চুপ ? : ইমামুল ইসলাম রানা

ধুঁয়ায় উড়ছে গাজা
উড়ছে মানুষ শত,
নিঃশেষে নিঃশ্বাসের
দৃশ্য দেখবো কতো।

 

লাশের লাশে ভরে গেছে
ত্রাসের এমন দৃশ্য,
এক নিমিষে মুসলি রাষ্ট্র
হয়ে গেল নিঃস্ব।

 

এমন করুন দৃশ্য দেখে
কতই থাকবে চুপ,
উঠো মুসলিম ছুটে চলো
থামাও ক্ষুভের লোপ।

 

পুড়ে পুড়ে সব অঙ্গার
পুড়ার নেই আর শেষ,
বিলীন হলো স্বপ্ন সুখের
গাজা সোনার দেশ।

 

কবি: গ্রাম- ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ, মোবাইল 01712-745419

এখানে ক্লিক করে শেয়ার করুণ