আজ, , ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» জগন্নাথপুরে মতবিনিময় ও সংবর্ধনায় দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সবার সহযোগিতা চাই- জয়নাল আবেদীন «» জগন্নাথপুরে ইয়াবা ও গাঁজাসহ পৃথক অভিযানে গ্রেফতার- ৪ «» জমিয়তকে এগিয়ে নিতে প্রতিটি স্তরে আরো জনপ্রতিনিধি তৈরী করতে হবে মাওঃ জয়নাল আবেদীন «» ছাত্র মজলিস বড়লেখায় ছাত্র সমাবেশে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা সংযুক্তি করার জোর দাবি- সাবেক কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম «» তিন পর্বে বিশ্ব ইজতেমা, দ্রুত চলছে ময়দান প্রস্তুতির কাজ «» নিলামে উঠছে সাবেক ২৪ এমপির গাড়ি «» জগন্নাথপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার- ২ «» মোঃ আব্দুর রউফ: আজীবন শিক্ষক «» শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন «» জগন্নাথপুরে ইসলামপুর মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন: গ্রামবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ





দোকানের পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত- ১

নিজস্ব প্রতিবেদক :: যুবকের কাছে দোকানের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের সময় বিচার করে প্রাণ গেছে এক ব্যক্তির। বিচারে যুবককে অভিযুক্ত করার জের ধরে সংঘর্ষ হয়। এসময় আফরোজ মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। শনিবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আফরোজ মিয়া ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন আফরোজ মিয়ার আরো তিন ভাই। তারা হলেন- আসকির মিয়া (৫০), তাজুল ইসলাম (৩৮) ও নাসির মিয়া (২৭)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, শুক্রবার (৫ জুলাই) দুপুরে গনকিরপাড় গ্রামের রতন মিয়া স্থানীয় শিরিনা আক্তার নামে এক নারীর দোকান থেকে বাকিতে ২০০ টাকার সদাই করেন। পরদিন বিকেলে পাওনা টাকা চান দোকানদার শিরিনা আক্তার। ওই সময় টাকা পরিশোধ করতে অনীহা প্রকাশ করেন রতন মিয়া। এ নিয়ে শিরিনা ও রতনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শিরিনার দোকানে ভাঙচুর চালান রতন। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আফরোজ মিয়ার ভাই তাজুল মিয়া। তিনি রতনকে চড়-থাপ্পড় দিয়ে শিরিনার টাকা পরিশোধ করতে বলেন। এসময় তাদের মধ্যেও বাকবিতন্ডা হয়। পরে শনিবার সন্ধ্যায় উভয়পক্ষের মুরুব্বিরা বিরোধ নিষ্পত্তি করেন এবং ২০০ টাকা দোকানদার শিরিনাকে দেয়ার সিদ্ধান্ত হয়। এদিকে, তাজুল মিয়ার প্রতি ক্ষিপ্ত হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে তার ঘরে ঢিল ছুড়ে অভিযুক্ত রতনসহ তার লোকজন। এরপর বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে শুরু হয় সংঘর্ষ। একপর্যায়ে রতনদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন আফরোজ মিয়া। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ