আজ, , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





নারী শ্রম : ইমামুল ইসলাম রানা

কষ্ট বুকে
প্রীতির মুখে
আর ফুটে না হাসি,
যে হাসিটা
আগে ছিলো
বলতো ভালোবাসি।

 

প্রীতির মুখে
শুকনো ঠোঁটে
কষ্টে ছাপা ছাই,
ইচ্ছে করে
বলে এখন
কষ্ট আমার চাই।

 

ইট বহন
পাথর ভাঙ্গা
পায় কি শ্রমের দাম,
পিঠের উপর
ঝুলিয়ে শিশু
সারা শরীর ঘাম।

 

যার প্রতিদিন
চোখের কোণে
ব্যাথার করুণ জল,
জীবন পাতে
যে আঘাতে
হারায় মনোবল।

 

যে নারীরা
ঘানি টানে
সংসারে চায় সুখ,
মন্দ ভাগ্যে
আঁধার টেলে
কষ্টে ভরা বুক।

 

কবি: গ্রাম- ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ, মোবাইল 01712-745419

এখানে ক্লিক করে শেয়ার করুণ