আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





গোপন কথার কাব্যে মালা

ইমামুল ইসলাম রানা

বলতে গেলে হয়না বলা
গোপন কথার কাব্য মালা।

গোপন কথা গোপন করে
যায়না কভু বলা যে,
গোপন কথার লক্ষ স্মৃতি
মনে জাগে তবু যে।

 

মনের ভেতর মনের কথা
শুধু থাকে গোপনে,
শব্দ বর্ণের শত কথায়
অন্তরের এই সোপানে।

 

কবি: গ্রাম- ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ, মোবাইল 01712-745419

এখানে ক্লিক করে শেয়ার করুণ