আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





মনুষ্যত্বের মৃত্যু : শেখ রিপন

কতো বর্ষ বরণ এলো গেলো কতো
মানুষের জন্ম মৃত্যু হলো তবু ও হয়’নি
মনুষ্যত্বের উন্নতি,
জগৎ জুড়ে হেঁটে দেখেছি মানবিকতার
কোন চিহ্ন ও নেই।

 

দেখেছি পদে পদে মহৎ কর্ম প্রতিরোধ
হতে গুণী মানুষকে কাটো করতে নোংরা
কে উঁচুতে উঠাতে,
পথে ঘাটে এমনকি সমাজে ও নেই
মানবিক নেতা যা দেখি সব ধান্দা মান্দা
দুর্নীতিবাজ আমলা।

 

দেখিছি কতো অলি গলিতে ধর্ষিত হয়
মা ও শিশু লাঞ্চিত হয় পদযাত্রী মনুষ্যত্ব
নেই এ গ্রহে পড়ে গেছে ডাস্টবিনে,

বিচার নেই গ্রাম আদালতে এমনকি
হাইকোর্টে কালা টাকা সাদা করে
কতো জনে সত্য ঢেকে মিথ্যা
প্রচার করে।

 

দূর্নীতি অনিয়ম আছে যতো চারদিকে
গ্রাস করেছে ততো মানবিকতা গেছে
দূরে অমানবিকতা বেড়ে,
দুর্নীতিবাজ অমানবিক মানুষের ভিড়ে
মনুষ্যত্বের মৃত্যু পদে পথে ঘটে।

 

কবি: গ্রাম: কাতিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ- মোবাঃ ০১৭৮০-৫০০৭৭৫

এখানে ক্লিক করে শেয়ার করুণ