এ জীবন জীবন নয়
যেনো এক
যান্ত্রিক ট্রেন,
এ জীবন জীবন নয়
যেনো এক
সুখ দুঃখের প্রহর।
এ জীবন জীবন নয়
যেনো এক
মেনে মানিয়ে নেওয়ার মঞ্চ,
এ জীবন জীবন নয়
যেনো এক
জলন্ত আগুনের শিখা দাউ
দাউ জ্বলে দেহে।
এ জীবন জীবন নয়
যেনো এক
হাসি কান্না বেদনার ঘর,
এ জীবন জীবন নয়
যেনো এক
হিংসা নিন্দার নাট্য হল।
এ জীবন জীবন নয়
যেনো এক
বাস্তবতা মানিয়ে চলার পথ,
এ জীবন জীবন নয়
যেনো এক
বয়ে চলা স্রোতহীন নদী।
কবিঃ গ্রামঃ কাতিয়া, জগন্নাথপুর সুনামগঞ্জ। মোবাইল ০১৭৮০-৫০০৭৭৫










