আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





মেধাবী হলেই শিক্ষিত নয়

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

সব কিছুর একটা সীমা থাকা দরকার,
কোন কাজ অর্জনে সময়ের ব্যাপার।

আবেগ দিয়ে সব কিছু হয় না,
বিবেক দিয়ে বিচার করতে হয় তাই না।

গুরুজনদের সম্মান দিতে হয়,
অধিকার আদায়ে বিবেক বিলীন নয়।

আমি চাই আমি চাই চাইলে কি হয়,
চাওয়ার আগে চাওয়ার জায়গা জেনে নিতে হয়।

গুরুজনদের সম্মান না দিলে লাঞ্চিত হতে হয়,
গুরুজন বিপদে এগিয়ে এসে আগলে রেখেছে নিরাপদময় গুরুজন গুরুজনই হয়।

কত দেখিলাম শুনিলাম বুঝিলাম বুঝতে হয়,
না বুঝিলে যা হয় বিবেক দিয়ে সব হয় আবেগ দিয়ে নয়।

অধিকার চাইলে কি অধিকার আদায় হয়,
অধিকার আদায়ের মাধ্যমকে সম্মান দিতে হয়।

বুঝতে হয় অতিরিক্ত কিছুই ভালো নয়,
সময়ের কাজ সময়ে করতে হয়।

মেধাবী হলেই শিক্ষিত নয়,
পরিবারের শিক্ষাই আসল শিক্ষা গুরুজনে কয়।

গুরুজনকে অবজ্ঞা করে মেধাবী মানুষ নাহি হয়,
দেখেছি লাঞ্চিত হতে অপমানিত হতে সে শিক্ষিত নয়।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ