আজ, , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ‘আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য’ «» জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ «» জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ «» জায়গা নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা «» সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সংকট, প্র্যাকটিক্যাল শিক্ষায় বিপর্যয়, শিক্ষার্থীদের মানববন্ধন «» বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার «» যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা! «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার- ২ «» সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র





শান্তিগঞ্জে অবৈধ ভাবে স্কুলের মাঠ ও নদী খননকারী ভূমিখেকো আতাউর ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার তেহকিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও নদীর মাটি অবৈধ ভাবে খননকারী ভূমিখেকো আতাউর রহমান ও তার সহযোগিদের বিরুদ্ধে বিশাল মানববন্ধন ও উপজেলা নিবার্হী অফিসার বরাবরে তেহকিয়া গ্রামবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামবাসীর উদ্যোগে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী তেহকিয়া গ্রামবাসীর পক্ষ থেকে অভিযুক্ত তেহকিয়া গ্রামের আতাউর রহমান ও তার সহযোগীদের অতি দ্রুত বিদ্যালয়ের খেলার মাঠ ও খননকৃত নেতাই নদী ভরাট করে দেওয়ার জন্য শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। তেহকিয়া গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন তেহকিয়া গ্রামের প্রবীন মুরুব্বী সুলতান মিয়া ও মানববন্ধন পরিচালনানা করেন প্রবীন মুরুব্বী মহর উদ্দিন। মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তেহকিয়া গ্রামের সুলতান আহমদ, ফখরুল ইসলাম, লুৎফুর রহমান, শামীমম আহমদ, আবু তালিব, রিপন মিয়া, আব্দুল হামিদ, আজিজুর রহমান, বাবুল মিয়া, সফর আলী,মনু মিয়া, মানিক মিয়া, আব্দুল আহাদ, দিলোয়ার হোসেন, আব্দুল কাহার, খলিলুর রহমান, আব্দুল ওয়াহিদ, আল আমিন, আব্দুস শহিদ, ফয়জুর রহমান, সালেহ আহমদ, আব্দুর রজাক, নবীর মিয়া, হোসেন আহমদ সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, তেহকিয়া ভূমিখেকো আতাউর ও তার সহযোগিদের বিরুদ্ধে তেহকিয়া বিদ্যালয়ের খেলার মাঠের পাশে বড় গর্ত খনন ও নেতাই নদী থেকে মাটি খনন করে অন্যত্র মাটি বিক্রি করার প্রতিবাদে তেহকিয়া গ্রামবাসী গত ১৭ মার্চ-২০২৫ খ্রি: তারিখে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী ভূমি কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বানি চৌধুরী সরেজমিনে তেহকিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও নেতাই নদী পরিদর্শন করেন এবং অবৈধ মাটি খননের সত্যতা পান। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় ভূমিখেকো আতাউর রহমানকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। পাশপাশি ভূমি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমিখেকো আতাউর রহমানকে ১৫ দিনের মধ্যে তেহকিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের পাশের জায়গা ও নেতাই নদীর খননকৃত জায়গা ভরাট করে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। বক্তারা আরো বলেন দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হওয়ার পরেও ভূমিখেকো তেহকিয়া গ্রামের আতাউর রহমান ও তার সহযোগিরা বিদ্যালয়ের খেলার মাঠের পাশের জায়গা ও খননকৃত নেতাই নদী ভরাট করে না করে তেহকিয়া গ্রামবাসীকে হুমকি দামকী দিয়ে আসছেন বলে বক্তারা উল্লেখ করেন। বক্তারা অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা অতি দ্রুত বিদ্যালয়ের খেলার মাঠ ও খননকৃত নেতাই নদী ভরাট করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

শান্তিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সুকান্ত সাহা বলেন, তেহকিয়া গ্রামের অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একজনকে আটক করে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। খননকৃত জায়গা ১৫ দিনের মধ্যে ভরাট করে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদেরকে নোটিশ করা হয়েছে। আরো ৩/৪ জনের নাম এসেছে। তদন্ত অব্যাহত রয়েছে। গ্রামবাসী পুনরায় আমাদেরকে অবহিত করেছেন। আমরা গ্রামবাসীকে নিয়ে মাটি ভরাট করার জন্য যা যা প্রয়োজন। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ