ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে পহেলা বৈশাখ হাওরে বোরোধান কেটে বৈশাখের উৎসব পালন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার ছোট-বড় হাওরে এবার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বোরোধান কেটে পহেলা বৈশাখ পালন করেছেন। যদিও এ উপজেলার বেশিরভাগ মানুষ প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছেন। কিন্তু এবারের পহেলা বৈশাখে রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাওরে বোরোধান কেটে পহেলা বৈশাখ পালন করেন। পহেলা বৈশাখ হাওরে অনেক প্রবাসী পরিবারের সদস্যদের সাথে কথা হলে তারা জানান, পহেলা বৈশাখ হাওরে ধান কাটা অংশ নেওয়া বাঙালির ঐতিহ্য। এদিকে বাসা-বাড়িতে পহেলা বৈশাখে দিনের শুরুতে পান্থা ভাতের আয়োজন করা হয়। পান্থা ভাত বাঙালির ঐতিহ্যের অংশ বলে অনেকে জানান।