আজ, , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ‘আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য’ «» জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ «» জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ «» জায়গা নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা «» সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সংকট, প্র্যাকটিক্যাল শিক্ষায় বিপর্যয়, শিক্ষার্থীদের মানববন্ধন «» বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার «» যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা! «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার- ২ «» সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র





বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ২০

ডেস্ক রিপোর্ট :: আপন মামাকে নিয়ে ভাগিনার কটূক্তির জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হামলা পালটা হামলা চালিয়ে উভয় গ্রুপের অন্তত সাতটি বসতঘর ভাঙচুর ও লুট করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিষ্ণুদী গ্রামে একটি গ্রুগের নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরু শেখ। অপর গ্রুপের নেতৃত্ব দেন তার আপন ভাগিনা মো. এবাদত শেখ। সম্প্রতি এলাকার নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে দুই মামা-ভাগিনার মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে রোববার সকালে মামা হিরু শেখকে কটূক্তি করে কথা বলেন ভাগিনা এবাদত। বিষয়টি নিয়ে পরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ বেধে যায়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়া। এ সময় উভয় গ্রুপের অন্তত সাতটি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনান্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ