ডেস্ক রিপোর্ট:: আসামি ৪ জুলাই নির্বাচনকে সামনে রেখে বৃটেনের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল লেবার থেকে আবারও দলীয় মনোনয়ন পেলেন সিলেটি বংশোদ্ভূত দুজন নারী। পূর্ব লন্ডনের বেথনালগ্রীন আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ রুশনারা আলী। পপলার ও লাইম হাউস থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ আফসানা বেগম। সিলেটের বিশ্বনাথের মেয়ে রুশনারা আলী ২০১০ সাল থেকে একই আসনে লেবার থেকে সংসদে চেয়ার দখল করে আছেন। সবাই আশাবাদি এবার চেয়ার তার দখলেই থাকবে। সুনামগঞ্জের জগন্নাথপুরের মেয়ে আফসানা বেগম অল্প বয়সে রাজনীতিতে এসে লেবার পার্টি থেকে এমপি হয়েছেন। ইতিমধ্যে তিনি দলের বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছেন তাই এবারও লেবার তাকেই মনোনয়ন দিয়েছে। এবারের নির্বাচনে তাকে নিয়েও সবাই আশাবাদী।
বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে আবারও লেবারের মনোনয়ন পেলেন জগন্নাথপুর ও বিশ্বনাথের দুই কন্যা
৮ জুন ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন |
পোস্টটি ১৪৯ বার পড়া হয়েছে