আজ, , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ‘আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য’ «» জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ «» জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ «» জায়গা নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা «» সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সংকট, প্র্যাকটিক্যাল শিক্ষায় বিপর্যয়, শিক্ষার্থীদের মানববন্ধন «» বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার «» যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা! «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার- ২ «» সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র





শান্তিগঞ্জের জামলাবাদের মাওলানা ফজলুল হক আর নেই, জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত কদর আলীর ছেলে, জয়সিদ্ধি মাদ্রাসার সাবেক মুতামিম, জামলাবাদ মাদ্রাসার সাবেক নাজিমে তালিমাত জামলাবাদ গ্রামের কৃতি সন্তান মাওলানা ফজলুল হক( ৬৮) আর নেই,( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার ভোর সাড়ে ৫ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ১ ছেলে, ৩ মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ রবিবার বিকাল ৫ টায় উপজেলার নিজ জন্ম স্থান জামলাবাদ গ্রামের জামে মসজিদের ঈদগাহ মাঠে দারুল হাদীস দরগাহপুর মাদ্রসার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান’র ইমামতি জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মৃতের একমাত্র ছেলে তোফায়েল আহমদ, শায়েখ মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী, জামেয়া ভার্থখলা মাদ্রসার শায়খুল হাদীস মাওলানা মুকাদ্দস আহমদ,দারুল হাদীস দরগাহপুর মাদ্রসার নায়বে মুহতামিম মাওলানা আনোয়ার পাশা, মুহাদ্দিস মাওলানা তাহির আহমদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জয়কলস ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: নুর আলী,মাস্টার জালাল উদ্দীন, উপজেলা বিনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, বিএনপি নেতা হোসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের শান্তিগঞ্জ উপজেলা৷ শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দীন, মহিবুর রহমান, আব্দুর রউফ, ফরিদ আহমদ, নিজাম উদ্দীন, খিজির আহমদ, পাবেল আহমদ, মাওলানা শহিদুল ইসলাম সহ কয়েকশত মুসল্লী বৃন্দ। জানাযা শেষে জামে মসজিদের পাশে গ্রামের কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ