আজ, , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের «» আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি «» সুনামগঞ্জ- ৩ আসন উন্মুক্ত করুন: ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়ত থেকে লড়তে সৈয়দ তালহা আলমের স্পষ্ট দাবি «» এক কাপ চা’ই জীবিকার আশ্রয়, বলপ্রয়োগে টং দোকান ভাঙায় পথে বসেছে বাচ্চু «» আগেও কর্মী ছিলাম, আগামীতে কর্মী হয়েই কাজ করতে চাই- কয়ছর এম আহমদ «» জগন্নাথপুরে জামেয়া দারুল কোরআন সৈয়দপুর’র বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন «» সুনামগঞ্জে গণমিছিল শেষে ব্যারিস্টার আবিদ : উত্তর সুরমায় পৃথক থানা প্রতিষ্ঠা করবো «» জগন্নাথপুরে পলাতক আসামীসহ গ্রেফতার- ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন «» ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির





আগের দিন কবরস্থান পরিচ্ছন্ন করেছে আবির, পরদিন তাঁকেই দাফন

ডেস্ক রিপোর্ট :: স্বেচ্ছাশ্রমে এলাকার তরুণ-যুবকদের নিয়ে নিজেই মহল্লার কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় আবির আহমদ (২৪)। শুক্রবার সকালে নিজ গ্রামের উত্তর পাড়ায় কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়ার কয়েকঘন্টা পরই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় সে। আবিরকে শনিবার বিকেলে নিজ হাতে পরিষ্কার করা কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থান পরিচ্ছন্ন করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের রফিক উদ্দিনের একমাত্র ছেলে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর-কুলাউড়া সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টগবগে এই তরুণের মৃত্যতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী জানান, নিজ পাড়ার কবরস্থানে আগাছা-জঙ্গল লেগেছিল দীর্ঘদিন থেকে। আবির নিজেই পাড়ার তরুণ-যুবকদের ডেকে তা পরিষ্কার করার উদ্যোগ নেয়। স্বেচ্ছাশ্রমী ক্লান্ত তরুণ-যুবকদের সাথে কবরস্থানেই সে নাস্তা করে। এরপর জুমার নামাজ শেষে মোটর সাইকেল নিয়ে জরুরী প্রয়োজনে বের হয়। দূর্ঘটনায় আবিরসহ বাইকের অপর আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ