আজ, , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ‘আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য’ «» জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ «» জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ «» জায়গা নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা «» সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সংকট, প্র্যাকটিক্যাল শিক্ষায় বিপর্যয়, শিক্ষার্থীদের মানববন্ধন «» বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার «» যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা! «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার- ২ «» সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র





আগের দিন কবরস্থান পরিচ্ছন্ন করেছে আবির, পরদিন তাঁকেই দাফন

ডেস্ক রিপোর্ট :: স্বেচ্ছাশ্রমে এলাকার তরুণ-যুবকদের নিয়ে নিজেই মহল্লার কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় আবির আহমদ (২৪)। শুক্রবার সকালে নিজ গ্রামের উত্তর পাড়ায় কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়ার কয়েকঘন্টা পরই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় সে। আবিরকে শনিবার বিকেলে নিজ হাতে পরিষ্কার করা কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থান পরিচ্ছন্ন করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের রফিক উদ্দিনের একমাত্র ছেলে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর-কুলাউড়া সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টগবগে এই তরুণের মৃত্যতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী জানান, নিজ পাড়ার কবরস্থানে আগাছা-জঙ্গল লেগেছিল দীর্ঘদিন থেকে। আবির নিজেই পাড়ার তরুণ-যুবকদের ডেকে তা পরিষ্কার করার উদ্যোগ নেয়। স্বেচ্ছাশ্রমী ক্লান্ত তরুণ-যুবকদের সাথে কবরস্থানেই সে নাস্তা করে। এরপর জুমার নামাজ শেষে মোটর সাইকেল নিয়ে জরুরী প্রয়োজনে বের হয়। দূর্ঘটনায় আবিরসহ বাইকের অপর আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ