ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সারা দেশের ন্যায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় পর্যন্ত উপজেলার ৫ টি পরিক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫ টি পরিক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২ হাজার ৬শ ৭১ জনের মধ্যে প্রথম দিনেই কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবারের মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট ১৮৪০জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬৮১ জন ও ছাত্রী ১১৫৯ জন। প্রথমদিনে অনুপস্থিত ছিল মোট ১৮ জন। এর মধ্যে ছাত্র ২ জন ও ছাত্রী ১৬ জন। মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে
মোট ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ৫ জন । এর মধ্যে ছাত্র ১ জন ও ছাত্রী ৪জন। কারিগরি শিক্ষায় ২টি কেন্দ্র মোট ১০১ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫৯ জন ও ছাত্রী ৪২ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৭ জন।


জগন্নাথপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩০
১০ এপ্রিল ২০২৫, ৯:২৩ অপরাহ্ন|
পোস্টটি ১৪৮ বার পড়া হয়েছে






