আজ, , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ‘আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য’ «» জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ «» জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ «» জায়গা নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা «» সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সংকট, প্র্যাকটিক্যাল শিক্ষায় বিপর্যয়, শিক্ষার্থীদের মানববন্ধন «» বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার «» যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা! «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার- ২ «» সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র





হ্যাকারদের কবলে এক নারী : ৭৬ হাজার টাকা লু ট

ডেস্ক রিপোর্ট :: ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে সোনালী ব্যাংকের তসলিমা আক্তার মুন্নি নামে এক গ্রাহকের ৭৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র, মৌলভীবাজারের কুলাউড়ায়। চক্রটির ফাঁদে পড়ে মুঠোফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে এ টাকা খোয়ান তিনি। প্রতারণার বিষয়টি জানতে পেরে বুধবার (৯ এপ্রিল) বিকেলে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটের দিকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে বিদেশি একটি নম্বর দিয়ে কল করে প্রতারক চক্র। এ সময় তাকে ফোনের অপর প্রান্ত থেকে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে তার অ্যাকাউন্ট হালনাগাদ করার কথা বলে মুঠোফোনে যাওয়া ওটিপি নম্বরটি জানাতে বলেন। চক্রটির ফাঁদে পড়ে তিনি ওই ওটিপি তাদের জানানোর সঙ্গেই তার অ্যাপস হ্যাক করে অ্যাকাউন্ট থেকে ৭৬ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তিনি বিষয়টি সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে জানান। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ