আজ, , ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» এ জীবন : শেখ রিপন «» প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব দিলেন প্রধান উপদেষ্টা «» রাস্তা সংষ্কারে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন «» জগন্নাথপুরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ «» শান্তিগঞ্জে ধান চাল ক্রয়ে মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা- খাদ্য উপদেষ্টা «» সুনামগঞ্জে বিল্লাল হত্যা মামলার আসামী রুবেলকে গ্রেফতারের দাবী «» অবশেষে বোনকে উদ্ধারে সুনামগঞ্জে অনলাইন জিডি করলেন বড় ভাই «» সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন «» সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে সন্ধ্যারাত পর্যন্ত প্রতীকী অনশন পালিত «» প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার





মসজিদে হামলা করে সেক্রেটারিকে হত্যা, ২ ভাই গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মসজিদে হামলা করে মসজিদ কমিটির সেক্রেটারি ইব্রাহীম খলিলকে হত্যা করা হয় কুমিল্লার দেবিদ্বারে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ২ ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতার ২ ভাই হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার ফাতেহাবাদ গ্রামের জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ভুট্টুর ছেলে জাহিদ হোসেন ভূঁইয়া (২৫) ও অনিক ভূঁইয়া (২০)। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর মোড় এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার রাতে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহত ইব্রাহীম খলিল দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়ার মৃত হাসন আলীর ছেলে। তিনি ফতেহাবাদ বায়তুল আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে, গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার নয়াকান্দি ও ফতেহাবাদ গ্রামের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে মাসুদ ও কামরুল গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে মাসুদ, ওবায়দুল ও জিল্লুরের নেতৃত্বে রাত সাড়ে ৯টায় কামরুলদের ওপর হামলা চালায়। এ সময় কামরুলের সঙ্গে থাকা অন্যরা প্রাণভয়ে দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে পড়েন। নয়াকান্দি গ্রামের ছেলেরা তাদের মসজিদে খুঁজতে এসে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করে এবং মসজিদে ভাঙচুর চালায়। মুসল্লিরা হামলাকারীদের বাঁধা দিলে তাদের আঘাতে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলসহ ১২ জন আহত হন। বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও উল্লেখ করে, ইব্রাহীম খলিল মারাত্মক আঘাত পাওয়ায় রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর ৬ দিন পর ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টায় ইব্রাহিম মারা যান। এরপর নিহতের বড় ভাই ইসমাইল হোসেন ২১ জনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। এর পর আসামিরা আত্মগোপন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ