আজ, , ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩০

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর- রৌড’র গ্রামে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর- রৌড’র গ্রামের রাজ উদ্দিন ও লেবু মিয়ার লোকজনের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ গুরুতর আহত ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এস আই সাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে লেবু মিয়ার পক্ষের ২০জন আহতদের মধ্যে গুলিবিদ্ধসহ ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধসহ গুরুতর আহতরা হলেন, আগুর মিয়া (৫৫), বাবুল মিয়া (৪৫), আহাদ আলী (৪৮), এমডি ইমানী (২৫)। অন্যান আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। রাজ উদ্দিনের পক্ষের ১০ জন আহতদের মধ্যে ছমির মিয়া (৫৫), মনি বেগম (১২), আহাদ আলী (৪০), উজ্জ্বল মিয়াকে (৩০)। জানা গেছে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে উভয় গ্রামের লোকজন লাটিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদেরকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে গুলিবিদ্ধসহ গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লেবু মিয়া জানান, রাজ উদ্দিনসহ তার পক্ষের লোকজনের গুলি, লাটিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট পাটকেল নিক্ষেপে এসময় ২০জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধসহ গুরুতর আহত ৫ জনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওস মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ