নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঈদ পূণর্মিলনী ও মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় ঈদ পূণর্মিলনী ও মাসিক নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারা বাংলাদেশে যোগদানের হিড়িক পড়েছে, তবে সবাই মিলিত হয়ে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে সংগঠনকে বেগাবান করার লক্ষে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশা আল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারী সৈয়দ হাফিজ জয়নুল ইসলাম। সভায়ও আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান,বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হক, সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, সহ সমাজ কল্যাণ সম্পাদক রাহুল আহমদ,পাঠাগার সম্পাদক হাফিজ সাব্বির আহমদ সবুজ প্রমূখ।
বাংলাদেশ খেলাফত মজলিসকে ভালোবেসে সংগঠনে যোগদান করেছেন জয়কলস গ্রামের কৃতি সন্তান হাফিজ মাওলানা জুনাইদ কবির।


শান্তিগঞ্জে ঈদ পূণর্মিলনী সভায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ- এড. মাওঃ শাহীনুর পাশা চৌধুরী
১ এপ্রিল ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন|
পোস্টটি ১৭৪ বার পড়া হয়েছে








