আজ, , ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা মামলায় গ্রেফতার ২ «» জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ «» খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা «» স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন «» জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা «» শান্তিগঞ্জে গ্রামীণ সড়কে ১০ কোটি টাকার কাজ: সড়কের কাজে আ’লীগের ইউপি চেয়ারম্যানের থাবা! ১ কোটি টাকা চাঁদা দাবি «» প্রেমের টানে ধর্মান্তর, অতঃপর ইসলামি রীতিতে বিয়ে «» ‘কাজী হতে পারবেন কওমির ডিগ্রিধারীরাও’ «» শান্তিগঞ্জে ইউএনও’কে বিদায় সংবর্ধানা দিয়েছে এলজিইডি «» সিলেটের সমাবেশে ৮ দল আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে: জামায়াত আমির





শান্তিগঞ্জে ধান শুকানোর খলার মাঠকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

কাজী জমিরুল ইসলাম মমতাজ :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় খাস জমিতে ধান শুকানোর খলা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকালে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পক্ষে মুক্তার আলী ও আব্দুল খালেকের সমর্থকরা এবং অপর পক্ষে শাহ আলমের অনুসারীরা জড়িত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গ্রামের মুক্তার আলী ও আব্দুল খালেকের সমর্থকরা এবং অপর পক্ষে শাহ আলমের অনুসারীরা খাস জমিতে ধান শুকানোর খলা তৈরী করাকে কেন্দ্র করে একে অপরের সাথে কথা-কাটাকাটি হলে মূহুর্তেইর মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতরা হলেন রঘুনাথপুর গ্রামের মহিবুর রহমান মানিক (৩৫), কামাল হোসেন (২৮), শাহীন (৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২), শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০), শফিক আলী (৫০)৷ তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম পরিচয় জানা যায়নি। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী জানান, রঘুনাথপুর গ্রামের খাস জমিতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে রঘুনাথপুর মসজিদের সামনে ধান শুকানোর খলা তৈরি করা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ