আজ, , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে পৃথক সভায় বক্তারা সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মুকুটকে নির্বাচিত করুন

স্টাফ রিপোর্টার :: আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুটের সমর্থনে জগন্নাথপুরে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হলরুমে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলুল ও দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউপি চেয়ারম্যান আবু ইমানী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, খলিলুর রহমান, মামুন আহমদ, তাজিবুর রহমান, দীপক গোপ, জেলার বিভিন্ন উপজেলার মধ্যে মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, কোরবান নগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, লক্ষনশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, গৌরারঙ্গ ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, কাঠইড় ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, ফতেহপুর ইউপি চেয়ারম্যার রঞ্জিত চৌধুরী রাজন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আ.লীগ নেতা নুরুল ইসলাম প্রমূখ। সভায় সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমা-ার উবায়দুর রহমান কুবাদ, শরীফ মিয়া, জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন, পৌর নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, আকমল হোসেন ভূইয়া, বাবু চৌধুরী, সায়েক খান, ইউনুছ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ আমার রাজনৈতিক গুরু ছিলেন। আমি সব সময় তাঁকে অনুস্বরণ করে থাকি। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সকল জন প্রতিনিধিদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে জেলার সকল উন্নয়ন কাজ করবো।
এদিকে-নুরুল হুদা মুকুটের সমর্থনে জগন্নাথপুর উপজেলার পাটলি, মিরপুর ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে পৃথক সভা অনুষ্ঠিত হয়। পৃথক সভায় বক্তারা তৃণমুল পর্যায়ের সকল জন প্রতিনিধিদের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামি ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল হুদা মুকুটকে বিজয়ী করুন। তিনি নির্বাচিত হলে কাঙ্খিত উন্নয়নহ জন প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের মূল্যায়র বৃদ্ধি পাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ