আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জীবনের আয়না : আহমেদ সৈয়দ শাহনুর

উত্তম ভেবে আয়নার সামনে নিজেরে-
যখনই দাড় করাই
ভীষণ বিশ্রী ভীতিকর কঙ্কালের এক
প্রতিচ্ছবি দেখতে পাই।

 

চুরচুর করছে কাঁচের ভিতর খুবই ক্ষীণকায়
তুচ্ছ দেহ
যেন করোণা রুগে আক্রান্ত স্ববল পুরুষের
অপরিচিত কেহ।

 

নিজেকে দেখিনি কখনো নিজের মত করে
এর আগে
আপন অপরাধ চাপিয়ে দিয়েছি নির্দোষী
অপরের ভাগে।

 

সূর্যের মহিমায় মহিমান্বিত লুলোপ আলোতে
দ্যুলোকের বিকাল,
ইহা‘তো ক্ষণিকের ঝলক বণিকের মত অবশেষে
থাকে না চিরকাল।

 

কুসুম শয়নে নিমজ্জিত এই সাহারা জীবনের
মরুতল
জীবনের আয়নায় খুঁজে পাই আমার আমিত্ব,
কত যে দুর্বল।

 

কাব্যগ্রন্থ= জীবনের আয়না
আহমেদ সৈয়দ শাহনুর
লিডস, ইংল্যান্ড

এখানে ক্লিক করে শেয়ার করুণ