আজ, , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ‘আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য’ «» জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ «» জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ «» জায়গা নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা «» সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সংকট, প্র্যাকটিক্যাল শিক্ষায় বিপর্যয়, শিক্ষার্থীদের মানববন্ধন «» বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার «» যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা! «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার- ২ «» সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র





বিশ্বনাথে গরু চোর সন্দেহে শিশুকে নির্যাতন, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে এক শিশুর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। শিশুটি উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দিনমজুর রোহেল মিয়ার ছেলে ওলিউর রহমান (১৪)।সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে। রোববার বিকালে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদের মটুককোনা গ্রামের বাড়িতে শিশুটির ওপর এই নির্যাতন করা হয়। পরে রাতে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভালো চিকিৎসা না পাওয়ায় তাকে সোমবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তার বাবা। রোহেল মিয়া জানান, তার ছেলেকে গরুচুরির অপবাদ দিয়ে মেম্বারের বাড়িতে নিয়ে নির্যাতন করে মটুককোনা গ্রামের মবশির আলীর ছেলে আব্দুল বারিকসহ (২৯) কয়েকজন। এ ঘটনায় রোহেল মিয়া থানায় অভিযোগ দেবেন বলে জানান। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদ বলেন, আমি বাড়িতে থাকা অবস্থায় তার ওপর কোনো নির্যাতন করা হয়নি। আমি গ্রামের মুরব্বিদের কাছে রেখে অপর এক মেম্বারের বাড়িতে ইফতার মাহফিলে চলে যাওয়ার পর তার ওপর নির্যাতন করা হতে পারে। জানতে চাইলে ওসি এনামুল হক চৌধুরী বলেন, অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও ভিডিও দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ