কাজী জমিরুল ইসলাম মমতাজ :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি রেস্টুরেন্টে ইফতারের আগে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও যুগ্ম সধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান।
এসময় বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দিন আহমদ, মাওলানা মুসা মোল্লা, জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসাইন, জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, গণঅধিকার পরিষদ’র সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারী আব্দুল বারী সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ, দ্বীনি সিনিয়র মডেল ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলীনুর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম জালালী বলেন, বাংলাদেশ থেকে ইসলাম বিরোধী অপকর্ম দূর করার লক্ষ্যে ছাত্র-জনতা এবং বাংলাদেশের ওলামায়ে কেরাম আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছে, শাহাদাৎ বরণ করেছে। জালেমদের আর কোনো ভাবেই মাথা উঁচু করে দাড়াঁবার সুযোগ দেওয়া হবে না। আলেম ওলামাদের বিরুদ্ধে আর যাতে কেউ সাহস দেখাতে না পারে সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে জাতির সামনে দাঁড়ালে জাতি আমাদের মূল্যায়ন করবে ইনশাল্লাহ।