নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে বিদ্যুতের খুঁটি এবং মিটার লাগানোর জন্যে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেন সেনাবাহিনী। সোমবার বিকেলে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেওকাপন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো টাংগাইল জেলার বাসাইল থানার তালুকদার বাড়ী গ্রামের মৃত শাহাদাত আলী চৌধুরীর পুত্র মামুন চৌধুরী ও টাংগাইল জেলার কালিহাতি থানার গুহকোনা বাড়ী গ্রামের বাদশা মিয়ার পুত্র মোঃ ফজলুর রহমান (৩২)। বর্তমানে ছাতক উপজেলার কৈতক এলাকার সেলিম রেজার বাসায় বসবাস করেন তারা। জানাযায়, ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের দেওকাপন গ্রামে বিদ্যুতের খুঁটি এবং মিটার লাগানোর জন্যে অবৈধভাবে অতিরিক্ত টাকা (চাঁদা) নেয়ার অভিযোগ করেন দৌকাপুর গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র শাহিদুল হক ও একই গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র নজরুল ইসলাম দুদু। বিদ্যুতের খুঁটি এবং মিটার লাগানোর জন্য অবৈধভাবে এলাকাবাসীর পক্ষ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা ও ব্যক্তিগত পক্ষ থেকে অতিরিক্ত ১৭ হাজার টাকা গ্রহণ করেন তারা। অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ছাতক ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদের নেতৃত্বে একদল সেনাবাহিনীর সদস্যরা মামুন চৌধুরী ও ফজলুর রহমানকে আটক করে ছাতক উপজেলা পরিষদ ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ দুই চাঁদাবাজ আটকের বিষয় নিশ্চিত করেছেন।