নিজস্ব প্রতিবেদক :: মুফতি আলী হাসান ওসামা বলেছেন, মানুষ যতক্ষণ না তার ধন সম্পদ ও জীবনের চেয়ে আল্লাহ ও তার রাসুল (সা.) কে প্রিয় না ভাবতে পারবে, সে পর্যন্ত তার সমস্ত দান খয়রাত সব বিফলে যাবে, দুনিয়ায় মোহ ত্যাগ করে কিছু সময় একান্ত আল্লাহ তায়ালার জন্য ব্যয় না করলে তার সাথে নিবিড়ভাবে প্রেম হবেনা তার নৈকট্য লাভ করা যাবেনা, আর তার নৈকট্য হাসিল না করতে পারলে আপনার আমার জিন্দেগী বিফল। সোমবার (১৭ মার্চ) সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশনে সীরাতুন্নবী (সা:) পরিষদ খাজাঞ্চী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম শায়খ আরজুমন্দ আল জালালী ও সীরাতুন্নবী (সা.) পরিষদের সভাপতি মাওলানা জামাল আহমদের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট আর্ক রিয়েল এস্টেট’র ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনতাসীর আলী। বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন, হযরত মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, মাওলানা সাইফুর রহমান সাইফী ও খাজাঞ্চী ষ্টেশন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মর্নিং স্টার একাডেমীর অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, পরিচালক মাওলানা হাবিবুর রহমান, সংগঠক মুফতি শিহাব উদ্দিন, হাফিজ শরিফ উদ্দিন, সিরাত পরিষদের উপদেষ্টা মাওলানা জালাল উদ্দীন, সহসভাপতি হাফিজ সৈয়দ ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আখতার হোসাইন, কোষাধ্যক্ষ ক্বারী মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন, নির্বাহী সম্পাদক আব্দুল হক, ফয়েজ আহমেদ, বাহার উদ্দিন, ফয়সাল আহমদ, আব্দুল আহাদ, মাসুম আহমদ,হাফিজ সাইদুল ইসলাম প্রমূখ।


আল্লাহর নৈকট্য লাভ করতে না পারলে জিন্দেগী বিফল- আলী হাসান ওসামা
১৭ মার্চ ২০২৫, ১১:২৮ অপরাহ্ন|
পোস্টটি ১২১ বার পড়া হয়েছে






