ইয়াকুব মিয়া :: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য এড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন পবিত্র রমজানুল মোবারক হচ্ছে আল ক্বোরআন নাযিল মাস,এ মাসের দাবী হচ্ছে কোরআন ভিত্তিক সমাজ ও খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়া, একমাত্র খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি ও ধর্ষণ রোধ করা সম্ভব। তিনি শনিবার (১৫ মার্চ) ১৪ রামজান বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে সৈয়দপুর বাজারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা সৈয়দ সানাওর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শামসুদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সংগঠনের সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, জেলা সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ, জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাসরুর আহমদ খান। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ রশীদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সৈয়দ পুর শাহারপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা হজি সৈয়দ জিলু মিয়া মাওলানা সৈয়দ দ্বীনুল ইসলাম, সহ সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন, মাওলানা আব্দুল বাসিত কামালী রাজু, মাওলানা আব্দুল হাই কামালী সুহিত, মাওলানা আব্দুল মুকিত, হাফিজ সৈয়দ আবসার আহমদ, মাওলানা সৈয়দ শামীম আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মারজান কোরেশি, মাওলানা হাফিজ নাজমুল হাসান সুহেল, মাওলানা জাকারিয়া কামালী, মাওলানা সৈয়দ তোফায়েল আহমেদ, খালিল আহমদ, জামায়াত ইসলামী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক সৈয়দ লুলু মিয়া প্রমুখ।


সৈয়দপুর বাজারে ইফতার মাহফিলে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই দূর্নীতি ও ধর্ষণ রোধ করা সম্ভব- শাহীনুর পাশা চৌধুরী
১৬ মার্চ ২০২৫, ৪:৪১ পূর্বাহ্ন|
পোস্টটি ১৪৭ বার পড়া হয়েছে






