ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদেশি রিভালবার উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীরামসি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরে জব্দকৃত আলামত জগন্নাথপুর থানায় জিডি মুলে হস্তান্তর করা হয়েছে।