ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- ইশানকোনা গ্রামে সৈয়দ আব্দুল হান্নান চেয়ারম্যানের বাড়ীতে তাঁর নাতি সৈয়দ হাসান আহমদের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাকলাইন এন্ড ফ্রেন্ডস- এর অর্থায়নে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৫ শতাধিক পরিবারে ‘রামাজান হাদিয়া’ প্যাকেজ প্রদান করা হয়েছে। হাফিজ মাওলানা লেখক-গবেষক ড. সৈয়দ রেজওয়ান আহমদের সার্বিক তত্বাবধানে পবিত্র মাহে ‘রামাজান হাদিয়া’ প্যাকেজ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাডা প্রবাসী সৈয়দ হুসেন আহমদ, সৈয়দ শাহ শামছুদ্দিন (রহ.) দারুল হাদিস মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা মুহিবুর রহমান, সৈয়দপুর আলীয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, বালিকা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা শেখ বিলাল আহমদ, কারী মোঃ কমর উদ্দিন, মাওলানা শামছুজ্জামান, সৈয়দ ত্বাহা, সৈয়দ নাহিয়ান প্রমূখ।


জগন্নাথপুরে প্রবাসী সৈয়দ সাকলাইন’র অর্থায়নে ৫ শতাধিক পরিবারে রমজানের হাদিয়া প্রদান
১৪ মার্চ ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন|
পোস্টটি ১৫৪ বার পড়া হয়েছে






