জাগো মানুষ জাগো
ধর্ষক লুণ্ঠন দূর্নীতিবাজ
মানুষের বিরুদ্ধে,
জাগো মানুষ জাগো
আর্ত-মানবতার কল্যাণে।
জাগো মানুষ জাগো
সামাজের উন্নয়নে মুখোশ
পরা সমাজপতির বিরুদ্ধে,
জাগো মানুষ জাগো
অসহায় দিনমজুর অটিস্টিক
শিশুদের কল্যাণে।
জাগো মানুষ জাগো
ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে,
জাগো মানুষ জাগো
ভালো মানুষ হবার প্রত্যয়ে।
জগো মানুষ জাগো
সত্য ন্যায় ভালো কথা বলার
অঙ্গীকারে,
জাগো মানুষ জাগো
মানুষের প্রয়োজনে।
কবি: কাতিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ- মোবাঃ ০১৭৮০-৫০০৭৭৫