আজ, , ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, বখাটের ঘরে গ্রামবাসীর তালা

ডেস্ক রিপোর্ট :: চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বখাটের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসী (সোমবার) সন্ধ্যার দিকে বখাটের বসতঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৮ মার্চ) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে। অভিযুক্ত যুবক হবিকুল ইসলাম একই ইউনিয়নের স্বল্প মাইজহাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে। ভিকটিমের বাবার ভাষ্য, তিনি দরিদ্র মানুষ। ঘটনার দিন বাড়িতে ছিলেন না। খবর পেয়ে রাতে বাড়িতে আসেন। ঘটনার দিন ইফতারের পরে তার স্কুলপড়ুয়া মেয়ে বাথরুম যাওয়ার সময় স্বল্প মাইজহাটি গ্রামের হারুন অর রশিদের বখাটে ছেলে হবিকুল ইসলাম ভিকটিমের মুখে চেপে ধরে পাশের জঙ্গলে নেওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির মা চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে যায়। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে লম্পট হবিকুল ও তার সহযোগীরা পালিয়ে যায়। এদিকে ঘটনাটি স্থানীয় লোকজন মীমাংসার চেষ্টা করে। কিন্তু তাদের ডাকে সাড়া দেয়নি বখাটের পরিবার। পরে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে মিছিল নিয়ে তাদের বাড়িতে যায় এবং বসতঘরে তালা লাগিয়ে দেয়। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এখনো মেয়েটির পরিবার কোনো লিখিত অভিযোগ না করলেও খবর শুনে পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ