ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা’র নির্দেশে আদালতের তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার এ এস আই মোঃ এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সৈয়দপুর- আহমদাবাদ গ্রামের মৃত আজর উল্লাহর ছেলে আদালতের তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ তারেক মিয়া। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত তারেক মিয়াকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।