আজ, , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» যুক্তরাজ্য ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো «» সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল «» জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার «» সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» জগন্নাথপুরে প্রবাসী সৈয়দ সাকলাইন’র অর্থায়নে ৫ শতাধিক পরিবারে রমজানের হাদিয়া প্রদান «» বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ৪ লাখ টাকা ছিনতাই «» সৈয়দপুর যুব পরিষদ সিলেট’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন «» বিএনপি নেতা এডঃ নুরুলের সমর্থনে ইফতার ও দোয়া মাহফিল «» জগন্নাথপুরের শামীমা অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন «» মোগলাবাজারে হোসাইনিয়া ইসলামিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত





সাংবাদিক বিজয় রায় এর স্মরণসভায় বক্তারা- বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমৃত্যু ছিলেন একনিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক :: কিছু কিছু মৃত্যু আফসোস রেখে যায়, বিজয় রায়ের মৃত্যু তেমন একটি। তিনি প্রগ্রতিশীল ও সংস্কৃতিমনা মানুষ ছিলেন। খেলাঘর করতেন, উদীচী করতেন, ছাত্র ইউনিয়নও করেছেন। ছাতকে গেলে অথবা কোন ঘটনা ঘটলে সর্বপ্রথম তাঁর কথা মনে হতো। আন্তরিক ও সদাহাস্যজ্জ্বল মানুষটিকে আমরা অকালে হারিয়েছি। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে আমৃত্যু একনিষ্ঠ থেকেছেন প্রয়াত বিজয় রায়। সেজন্য সাংবাদিকতার কঠিন সময়েও তাকে বিপাকে পড়তে হয়নি। আকস্মিক তিনি নিজেই সংবাদের শিরোনাম হবেন কেউ ভাবতে পারেনি। তিনি নিজের কর্মের মাধ্যমে আমাদের কাছে বেঁচে থাকবেন। রবিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ প্রেসক্লাবে দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার বিজয় রায় এর অকাল প্রয়াণে স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা।
দৈনিক সুনামগঞ্জের খবর পরিবারের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা কবি কুমার সৌরভ। বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের প্রাক্তন প্রধান বার্তা সম্পাদক কবি ইকবাল কাগজী, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি এবং দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট এ আর জুয়েল,

শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলার অফিস প্রধান কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি ও নিউজ টুয়েন্টিটফোরের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার (ছাতক) আলীম উদ্দিন, প্রয়াত বিজয় রায় এর সহধর্মিনী পলি রায়।
দৈনিক সুনামগঞ্জের খবরের ডিজিটাল ইনচার্জ সাইদুর রহমান আসাদ’র সঞ্চালনায় শোকবার্তা পাঠ করেন দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক সজীব দে। এর আগে প্রয়াত বিজয় রায় স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরিচ্ছন্ন ও উজ্জ্বল ভাবমূর্তির অধিকারী ছিলেন বিজয় রায় উল্লেখ করে বক্তারা বলেন, সুন্দর বাক্যচয়নের কারণে পাঠক তার সংবাদ উপভোগ করতেন। তাঁর মতো সাংবাদিক একদিনে তৈরি হয় না, অনেক বছরের সাধনায় তিনি এই অবস্থানে এসেছিলেন। টাকা দিয়ে অবস্থান তৈরি করা যায় না। আপাদমস্তক সাংবাদিক ছিলেন, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও। বক্তারা বলেন, দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি যুক্ত ছিলেন। বয়সের তুলনায় ছিলেন তরুণ ও সক্রিয়। কাজের মাধ্যমে মফস্বল সাংবাদিকতার মুখ উজ্জ্বল করেছেন। পরিচ্ছন্ন মানুষ হিসেবে ছাতকের সর্বমহলে ছিলেন সমাদৃত। কর্মনিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য গেল বছরের জুলাই মাসে তাঁকে স্টাফ রিপোর্টারের দায়িত্ব দেওয়া হয়েছিল। এসময় দৈনিক সুনামগঞ্জের খবর পরিবারের স্বজন হিসেবে প্রয়াত বিজয় রায় এর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। স্মরণ সভায় প্রয়াত বিজয় রায় এর পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা কবি কুমার সৌরভ। শোকবার্তা তুলে দেন সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি এবং দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম, বার্তা সম্পাদক সজীব দে এবং স্টাফ রিপোর্টার সোহানুর রহমান সোহান। বিজয় রায় এর অকাল প্রয়াণে শূন্য হওয়া পদে স্টাফ রিপোর্টার (ছাতক) হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন’র হাতে নিয়োগপত্র তুলে দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান ও দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন। স্মরণসভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আকরাম উদ্দিন, যমুনা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার সোহানুর রহমান সোহান, দোয়ারাবাজার প্রতিনিধি আশিক মিয়া, বাংলা টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সাদিকুর রহমান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান, কামরান আহমদ, জাকারিয়া আহমদ, তুর্জ দাস, জুনিয়া আক্তার, ইসরাত জাহান মৌ, এম এ হালিম, আবু বক্তর সিদ্দিক, প্রয়াত বিজয় রায় এর ছেলে প্রেম রায় ও ওম রায়।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ অক্টোবর মঙ্গলবার ছাতকের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রতিভাবান গণমাধ্যমকর্মী বিজয় রায়। ছাতকের কালীবাড়ি এলাকার বাসিন্দা ব্রজেন্দ্র রায় এর নয় সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। বিজয় রায় একইসঙ্গে জাতীয় দৈনিক আমাদের সময়, ইংরেজি দৈনিক নিউ নেশন এবং সিলেটর পত্রিকা সবুজ সিলেটে ছাতক প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বিজয় রায় শিশুকিশোর সংগঠন কনকচাঁপা খেলাঘর আসরের ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ছাতক প্রেসক্লাবের অর্থ—সম্পাদক হিসেবে দীর্ঘদিন হয় দায়িত্ব পালন করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ