কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
আল্লাহর বান্দা যত প্রিয় হয়,
পরীক্ষাও তত দীর্ঘময়।
মুমিনের পিছনে বদনাম থাকবে,
এরিয়ে চললেই সম্মান বাড়বে।
রোজাদার আল্লাহকে খুশি করতে রোজা রাখেন,
আল্লাহ নিজ হাতে রোজাদারকে পুরুষ্কার দিবেন।
রহমত বরকত মাগফিরাত কামনা করেন,
আল্লাহ তায়ালা মুমিনের দোয়া কবুল করেন।
যে রমজান মাস পেল কদর করলনা,
তার চেয়ে কমবখত দুনিয়াতে কে আছে সুযোগ পেয়েও বুঝলনা।
মুমিন ভাই ভাই হাতে হাত রেখে চলি তাই,
আল্লাহকে পেতে হিংসা নিন্দা করতে নাই।
সৃষ্টির সেরা জীব মনে রাখতে হবে ভাই,
ভূলে গিয়ে হিংসায় নিমজ্জিত হলে মুমিন থাকবেনা তাই।
মুমিনের পরীক্ষার শেষ নাই,
ক্রোধ হিংসা পরিহার করে জীবন চালাই।
জীবনে বিপদ আসবে তাতে সন্দেহ নাই,
ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ভাই।
লেখক:- কাজী ও সাংবাদিক।