আলিম উদ্দিন আলম
খুশির জোয়ার নামে
আসমানী পয়গামে ঘোচাতে আঁধার
রামাদান এসেছে আবার
রামাদান এসেছে আবার।
ভরপুর নিয়ামত সারাটি মাসে
আসমানী বরকত নেমে আসে
নাজাত পাবে আছে যত রোজাদার
রামাদান এসেছে আবার।
সেহরি ও ইফতারি- সালাত সালাম
কোরআনের তেলাওয়াত খুশবু কালাম
জান্নাতে খুলে দিবে সব-কটি দ্বার
রামাদান এসেছে আবার।
রামাদানে সব চাওয়া কবুল করেন
খুশি হয়ে আল্লাহ ক্ষমা করে দেন
কদরের রাত হলো সেরা উপহার
রামাদান এসেছে আবার।
কবি: গীতিকার ও সুরকার, সম্পাদক আমাদের ডাক, সিলেট- মোবা: 01732-1298881