আজ, , ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র মজলিসের নবীন বরণ ও ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকালে মদিনা মার্কেট চিলি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন সংগঠনটি। এসময় শাবি শাখা ছাত্র মজলিসের সেক্রেটারি জুনায়েদ আহমেদের সঞ্চালনায় ও সভাপতি শেখ হোসাইন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারী জেনারেল সাইফুর রহমান খোকন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পদাক জাকারিয়া হোসাইন জাকির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা গোলাম রব্বানী, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সভাপতি সালমান আহমদ, মুজিবুর রহমান খান, শাবির সাবেক সভাপতি ইউসুফ বিন আকিল, খসরুল আলম, ছাত্র মজলিস সিলেট মহানগরীর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান, শাবি শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, ইসলামী ছাত্র আন্দোলনের শাবি শাখা সেক্রেটারি আজাদ শিকদার। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনুস বলেন, বিগত জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের ঐক্যবদ্ধ প্রয়াস আবারও প্রমান করেছে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে কোন ফ্যাসিবাদ ঠিকে থাকতে কিংবা তৈরি হতে পারবেনা। দেশের বৃহত্তর স্বার্থে ছাত্র সমাজকে অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান অধ্যাপক ইউনুস। পাশাপাশি শিক্ষা ও গবেষণায় পর্যাপ্ত সময় দিয়ে আগামীর আলোকিত বাংলাদেশ গঠনে নবীন শিক্ষার্থীদের প্রণিধানযোগ্য ভূমিকা পালনের উদ্ধার্ত আহবান জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ