আজ, , ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





মাহে রমজান : শেখ রিপন

শাবানের-ঐ চাঁদের শেষে
এলো মাহে রমজান,
রহমত মাগফিরাত ও নাজাতের
মাস থাকি উপবাস পড়ি নামায।

 

এই মাসে সিয়াম সাধন
এই মাসে কোরআন নাজিল,
এই মাসে বদর-যুদ্ধ
এই মাসে মক্কা বিজয়
শোনো মোমিন মুসলমান।

 

এই মাসে যাকাত-ফিৎরা করি
আদায় থাকি মসজিদ নিবাস,
এই মাসে শয়তান বন্দী পূণ্য আনো
দ্বীন পূজারী মুসলমান।

 

এই মাসে গুনাহ থেকে আছে পরিক্রাণ
এ মাস সকল মাসের সেরা
করেছেন আল্লাহ দান,
এই মাসে আমল করি সমগ্র মুসলিম
জাতি গুণা থেকে পাবো মুক্তি।

 

কবি: কাতিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ- মোবাঃ ০১৭৮০-৫০০৭৭৫

এখানে ক্লিক করে শেয়ার করুণ