শেখ সুহেব আহমদ
তোমাকে যেমন ভাবছে মানুষ
আসলে কি তুমি তা
তুমি যে ঠিক কেমন মানুষ
বুঝে গেছে জনতা।
তুমি তো ঠিক সবার মতো
স্রোতের দিকেই ভাসো
ঘোর নিশিতে বন্ধু তুমি
অট্টহাসি হাসো।
তুমি তো ঠিক সবার মতো
নাচো তালে তালে
উইপোকা’রা দিচ্ছে কামড়
তুলতুলে দুই গালে।
তুমি তো ঠিক সবার মতো
গুজবে দাও কান
সব পুকুরে সাতার কাটো
করছো দেখি স্নান।
তুমি আসলে সবার মতো
আলাদা কেউ না
তুমি নিজেই জানো, না-তো
তোমার ঠিকানা।
কবি: ইতালি প্রবাসী। গ্রাম : ব্রাক্ষণ গাঁও (ইসলামপুর), সৈয়দপুর, জগন্নাথপুর