কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
আল্লাহ বড় দয়াময়,
অন্যের ক্ষতির চিন্তা নিজের ক্ষতি হয়,
দেখা যায় বেশবুস সাধুময়,
ভিতরে কালি ল্যাপন বুঝতে কষ্ট হয়।
কে দিয়েছে শক্তি তা ভূলে যায়,
সময়কাল সব সবসময় এক নয়,
সময় গেলে তখন মনে হয়।
ভেবে চিন্তে কাজ করতে হয়,
না হয় পদে পদে পস্তাতে হয়,
জীবন চিরস্থায়ী নয়,
একদিন কর্মের ফল ভুগতে হয়।
মানুষ মানুষকে মুল্যায়ন করতে ভুলে যায়,
মানুষ মানুষকে অবহেলা করা ঠিক নয়,
কখন কার দোয়ারে হাজির হতে হয়,
বিধাতা সীল মেরে রেখেছেন নিশ্চয়।
বিশ্বাসে ভক্তি মিলে গুরুজনে কয়,
গুরু শিষ্যের খেলা কাজে প্রমাণিত হয়,
গুরুকে অবজ্ঞা করা ভালো নয়,
অবজ্ঞার ফল তিক্ত হয়।
করলে ভজন থাকতে সময়,
শান্তি পাবে দুনিয়া আখেরাতে বন্ধুময়,
বিনা দুষে কাউকে কষ্ট নয়,
ধৈর্য্যের ফল সুমিষ্ট হয়।
লেখকঃ কাজী ও সাংবাদিক