আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





ওয়ার্ক পারমিটে আগত দক্ষ কর্মীদের সুখবর দিলো বৃটিশ সরকার

ডেস্ক রিপোট :: বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্যে আসা স্কিলড ওয়ার্কার বা দক্ষ কর্মীদের জন্য সুখবর দিয়েছে বৃটিশ সরকার। যুক্তরাজ্যে আগত স্কিলড ওয়ার্কার বা দক্ষ কর্মীর নিজেদের ওয়ার্কপারমিট দাতা প্রতিষ্ঠানে নির্ধারিত ২০ ঘণ্টা কাজের পাশাপাশি অন্য যে কোন প্রতিষ্ঠানে বাড়তি আরো ২০ ঘণ্টা কাজ করার অনুমতি প্রদান করা হয়েছে।

 

সরকারি ওয়েবসাইট সম্প্রতি এ ঘোষণা দেয়া হয়। তবে এক্ষেত্রে কোন শর্ত থাকছে না, সবাই উন্মুক্ত ভাবে যে কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, বর্তমানে ২০ ঘণ্টা কাজ অনুরূপ বা সমজাতীয় কর্ম ক্ষেত্রের জন্য প্রযোজ্য।

 

অর্থাৎ কেউ যদি রেস্টুরেন্ট এর ওয়ার্কপারমিট নিয়ে আসেন তাহলে তিনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। কিন্তু নতুন নিয়মে অতিরিক্ত কাজের জন্য কোন ধরাবাঁধা নিয়ম থাকছে না, যেখানেই কাজ পাবেন সেখানেই কাজ করবেন। করতে পারবেন। আগামী ৪ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ