কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
শান্তির ধর্ম ইসলাম কোন সন্দেহ নাই,
ধর্ম নিয়ে যে বাড়া বাড়ি করে তার ঈমান নাই,
শান্তির ধর্ম ইসলাম শান্তিতে থাকতে চাই,
শান্তির মাঝে অশান্তি সৃষ্টিকারী তার শান্তি নাই।
কেহ চিরঞ্জীব নয় ভাব দেখানো ভালো নারে ভাই,
ভাব দেখাইয়া ভাবে ডুবিছে সুন্দর জামাই,
মাটিতে পাঁ রাখ ভালো কথা ভাই,
মাটিকে কষ্ট দিওনা মাটির ভিতর যাবে তাই।
সুস্বাস্থ্যের অধিকারী কয়জন আছে ভাই,
স্বাস্থ্য নিয়ে করো না বড়াই সুন্দর জামাই,
ময়ূর পাখীর কতইনা সুন্দর পেখম ভাই,
অহংকারে ভূলে যায় তার পা কেমন আছে তাই।
থুথু উপরে নিক্ষেপ করলে নীচের দিকে গড়ায়,
পাপাচারে জীবন ভরা অন্যকে কাঁদায় ?
নিজেকে কি ভেবেছে অপরাধ করে পাবে ছাড়া,
অন্যকে কাঁদিয়ে জীবন নীড় হারা।
এ জগতে ব্যক্তিত্ববান পা চেটে বড় হয় নাই,
অপরাধী পাঁ চেটে ব্যক্তিত্ববানকে কষ্ট দিতেছে তাই,
এ কষ্ট ব্যক্তিত্ববানের সাময়িক ভাই,
অপেক্ষা কর পুরো কষ্ট অপরাধীর জন্য বরাদ্ধ সুন্দর জামাই।
লেখকঃ- কাজী ও সাংবাদিক










